আমুদরিয়া নিউজ : এক তরুণীকে ধর্ষণের মামলায় পকসো আইনে মামলা রুজু হয়েছিল একজন তরুণের বিরুদ্ধে। তরুণীর সদ্যোজাতের দায়িত্ব কে নেবে সেই প্রশ্ন উঠেছিল। কিন্তু, অভিযুক্তের পক্ষে জামিনের দাবি করে বলা হয়, তাদের ছেলে নির্যাতিতাকে বিয়ে করতে রাজি আছেন এবং সদ্যোজাতের দায়িত্ব নিতেও প্রস্তুত।
এর পরই অভিযুক্তের জামিন মঞ্জুর করে আদালত। বুধবার এলাহাবাদ হাইকোর্ট নির্দেশ দেয়, প্রথমত তিন মাসের মধ্যে নির্যাতিতাকে আনুষ্ঠানিক আইন মেনে বিয়ে করবেন অভিযুক্ত। দ্বিতীয়ত, সদ্যোজাতের দায়িত্বও তাঁকেই নিতে হবে। জামিনে মুক্তির ছমাসের মধ্যে সদ্যোজাতের নামে ব্যাঙ্কে দুলাখ টাকার একটি স্থায়ী আমানত খুলতে হবে। ওই শর্তেই জামিনে মুক্ত হন ধর্ষণে অভিযুক্ত।