আমুদরিয়া নিউজ : কৃত্রিম উপায়ে সন্তান ধারণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মতো বৈধ জায়গাগুলিকে বেছে নেয় ইতালিয়ানরা। নিঃসন্তান দম্পতিদের পাশাপাশি এলজিবিটি কমিউনিটির অনেকেই এই পদ্ধতি অবলম্বন করেন স্বেচ্ছায়। এবার তাদের বিরুদ্ধেই কঠোর সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। আইন অমান্য করলেই দুই বছরের জেল ও ১ মিলিয়ন পাউন্ড পর্যন্ত জরিমানা করা হতে পারে। অন্যদিকে জন্মহার হ্রাস পেতেই এই আইনের বিরোধিতা করছেন অনেকেই। কেননা এই আইন লাগু হলেই আগামীতে বাবা-মা হওয়া আরও কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কায় রয়েছেন তারা। আর তাই নতুন এই আইন পাসের পর ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে এলজিবিটি।
