আমুদরিয়া নিউজ: ঝাড়খণ্ডে বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) 68টি আসনে লড়বে। শুক্রবার শরিকদের সঙ্গে আসন সমঝোতা হয়েছে।
অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (এজেএসইউ), জনতা দল ইউনাইটেড (জেডিইউ) এবং চিরাগ পাসোয়ানের সঙ্গে আসন ভাগ করা হয়েছে।
এজেএসইউ ১০ টি, জেডিইউ ২টি এবং এলজেপি আররভি ১টি আসনে লড়ছে।