আমুদরিয়া নিউজ : লংভিউ-এর পরে এবার দার্জিলিঙের সুম চা বাগান বন্ধ হয়ে গেল। শনিবার ওই বাগানে সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ দিয়েছেন কর্তৃপক্ষ। এই নিয়ে পাহাড়, তরাই, ডুয়ার্স মিলিয়ে ২৪টি চা বাগান বন্ধ হয়ে গেল। বোনাস নিয়ে শ্রমিকদের সঙ্গে সংঘাত চলছে অনেকে বাগানেই।
সেই কারণেই বাগান বন্ধ করা হল কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাগানের শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা শ্রম দফতরের হস্তক্ষেপ চেযেছেন।