আমুদরিয়া নিউজ : এবার আরও কড়া বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, তাকে হত্যার চেষ্টা করার জন্য ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে উচিত মূল্য দিতে হবে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহু লিখেছেন, হিজবুল্লাহ তাকে ও তার স্ত্রীকে হত্যার চেষ্টা করে বড় ভুল করল। তাদের উচিত মূল্য দিতে হবে। এর পরেই গতকাল রোববার বেইরুটে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল।
লেবাননের ২৫টি এলাকা, যার ১৪টিই রাজধানী বেইরুটে, সেখানে রাতভর হামলা হতে পারে বলে সেখানকার বাসিন্দাদের ইসরায়েল আগেই সতর্ক করে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে. হিজবুল্লাহকে সমর্থন করে, এমন ব্যাংক ও অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা তাদের মূল লক্ষ্য।