আমুদরিয়া নিউজ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার রাশিয়ার কাজানে পৌঁছেছেন।
সেখানে ১৬ তম ব্রিকস শীর্ষ সম্মেলন শুরু হবে। তাতে যোগ দিতেই পৌঁছেছেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্টের সভাপতিত্বে ২২ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে সম্মেলন।
ওই শীর্ষ সম্মেলনে অর্থনৈতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে।