আমুদরিয়া নিউজ : আপনার প্রাইভেট প্লেস নয়, এটা ক্যাব। এখানে রোম্যান্স নয়, দূরত্ব বজায় রাখুন। চুপ করে শান্ত হয়ে বসে থাকুন। এমনই শালীনতা বজায় রাখার বার্তা এবার ক্যাবে। ড্রাইভারের সিটের ঠিক পেছনে সাঁটানো সাদা পোস্টারে রয়েছে নির্দেশিকা। ভাইরাল সেই বিজ্ঞপ্তি। ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদে। বেঙ্গালুরু, দিল্লিতে এমন পোস্টার আগেই দেখা গিয়েছে।