আমুদরিয়া নিউজ : ইন্ডিযান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের (আইএমডি) পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড় ডানা ২৫ অক্টোবরের মধ্যে ওড়িশা উপকূলে আঘাত হানবে। তাই ওড়িশা রাজ্য সরকার সব পর্যটকদের পুরী ছাড়ার অনুরোধ করেছে। সেই মতো পর্যটকরা মঙ্গলবার পুরী খালি করতে শুরু করেছেন। ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে ডানা পুরী এবং সাগরদ্বীপের অভিমুখে যাবে।
