আমুদরিয়া নিউজ : ক্লাবের সদস্য পদ ভাঙিয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের অভিযোগ ক্রিকেটারের বাবা ইভান রড্রিগেসের বিরুদ্ধে। ঘটনায় ভারতীয় ক্রিকেটার জেমাইমা রড্রিগেসের সদস্য পদ বাতিল করল মুম্বইয়ের খার জিমখানা ক্লাব। ক্লাবের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই কাজ করে যাচ্ছিলেন ক্রিকেটারের বাবা ইভান রড্রিগেস। এরপরই জেমাইমার সদস্য পদ খারিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।