আমুদরিয়া নিউজ : উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্দের একটি এলাকায় মদ গাঁজার কারবার বাড়ছে বলে অভিযোগ। অনেক পরিবারের লোকই নেশার টানে অশান্তি করছেন। তাই কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল অঞ্চলের দৌলতবাটি গ্রামের মহিলারা থানায় গিয়ে হস্তক্ষেপ চাইলেন পুলিশের। পুলিশ অভিযানে নেমেছে।