আমুদরিয়া নিউজ : বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামি লিগের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা কে দিল। বুধবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রক নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, সন্ত্রাস দমন আইন অনুযায়ী নিষিদ্ধ হল বাংলাদেশ ছাত্র লিগ। দুদিন আগেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ বৈঠকের পরে বাংলাদেশ সরকারকে ছাত্র লিগকে নিষিদ্ধ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়। এর পরেই বাংলাদেশ ছাত্র লিগের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মহম্মদ ইউনুসের সরকারের। রাতে নিষিদ্ধ ঘোষণার পরে এদিন ভোরে ছাত্র লিগের ঝটিকা মিছিল হয়েছে ঢাকায়।