আমুদরিয়া নিউজ : ভারতীয় খেলোয়াড়দের নিয়ে বায়োপিকের তালিকায় এবার আরও একটি নাম সংযোজন হওয়ার সম্ভাবনা। অলিম্পিকে দু’বার পদক জয়ী জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে নিয়ে সমাজ মাধ্যমে তৈরি হয়েছে এমনই জল্পনা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই সম্ভাবনাকেই সত্যি হওয়ার ইঙ্গিত দিয়েছেন খোদ নীরজ। তাঁর মতে, অবসর গ্রহণের পর বায়োপিক তৈরি হলে তার একটা আলাদা গুরুত্ব থাকে। তবে নিজের চরিত্রে কাকে পছন্দ, এর উত্তরে অভিনেতা রণদীপ হুডার নাম নেন নীরজ। রণদীপ হরিয়ানার ছেলে, তাই শুদ্ধ পাঞ্জাবী ভাষা তাঁর দখলে। তাই তাঁকেই আপাতত মনে ধরেছে নীরজের।
