আমুদরিয়া নিউজ : হাইলি ডিজিটাল ‘এআই’-এর যুগে রাঢ় বাংলার ‘টহল’ গান প্রায় ডিলিটেড বলাই চলে। অথচ ৩ দশকের বেশি সময় ধরে সিউড়ির অলিগলিতে আজও ভেসে আসে “বড় লোকের বিটি লো…”। গোটা কার্তিক মাস জুড়েই প্রভাতী গান গেয়ে বেড়ান গানের স্রষ্টা রতন কাহার। কয়েক মাস আগে রাষ্ট্রপতির হাত থেকে নিয়েছেন পদ্ম সম্মান। তবে তাঁর রোজকার জীবনে কোন পরিবর্তনই ঘটাতে পারেনি কোনও পুরস্কার। শরীরে বয়সের ভার স্পষ্ট। তবু মনের জোরেই হোক বা আনন্দে বাংলার লোক গানের সংস্কৃতি আজও ধরে রেখেছেন নব্বই ছুঁইছুঁই রতনবাবু।
