জন-তারকা-১
অ্যাঞ্জেলিনা জোলি
কী করেননি অ্যাঞ্জেলিনা জোলি? ২০০০ সালের শুরুর দিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাথে কাজ শুরু করেন। তারপর থেকে নিরাপদ স্থান খুঁজে পেতে শরণার্থীদের সাহায্য করেন। ৬০টিরও বেশি ফিল্ড মিশন জুড়ে অসংখ্য যুদ্ধ-বিধ্বস্ত দেশ পরিদর্শন করেন অ্যাঞ্জেলিনা। ২০১২ সালে তিনি ইউএনএইচসিআর-এর বিশেষ দূত হিসেবে নিযুক্ত হন। নিজের প্রতিভা দেখান কূটনৈতিক স্তরেও। স্বাস্থ্য পরিসেবার নামে বিশ্বজুড়ে যুদ্ধক্ষেত্রে যৌন হয়রানি থেকে মুক্তি পেতে আইনি পদক্ষেপও নেন হলিউড তারকা।