আমুদরিয়া নিউজ : দার্জিলিং ও সিকিম পাহাড়ের কিছু এলাকায় ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। মেঘে ঢাকা আকাশ উত্তরবঙ্গের কিছু এলাকায়। আবার কয়েকটি জেলা রোদ ঝলমলে। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, মঙ্গলবার ও বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, সিকিম, শিলিগুড়ি, জলপাইগুড়ি ও কোচবিহারে।
কালীপুজোর রাতেও বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে বাইফোঁটায় তেমন কোনও আশঙ্কা এখনও নেই বলে আভাস মিলেছে।