আমুদরিয়া নিউজ : আবাস যোজনার কিস্তির টাকায় তৃণমূল কংগ্রেসের নেতাদের ভাগ বসানোর থেকে কার্যত বিরত থাকার বার্তা দিলেন জেলা সভাপতি। মঙ্গলবার শহর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোচবিহারের রবীন্দ্র ভবনে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে এই বার্তা দেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক (হিপ্পি)। আবাস যোজনা নিয়ে একথা বলার আগে একশো দিনের টাকা নিয়েও তার গলায় একই সুর শোনা যায়। একশো দিনের কাজ ও আবাস যোজনার বিষয়ে বলার সময় এদিন তিনি কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনায় সরব হন। জেলা সভাপতি বলেন, কেন্দ্র একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে। কিন্তু রাজ্য সরকার ওই টাকা দিয়েছে। রাজ্য সরকার এই বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচন আচরণ বিধি লাগু হওয়ায় কোচবিহারে আবাস যোজনার সমীক্ষা বন্ধ আছে। নির্বাচন প্রক্রিয়া মিটে গেলে সমীক্ষার কাজ শুরু হবে। তারপর আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকবে অ্যাকাউন্টে। ওই টাকার থেকে যাতে দলের কোন নেতা ভাগ না বসায়, সেই বিষয়ে এদিন বার্তা দেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ নেতারা।