আমুদরিয়া নিউজ : দেওয়ালির প্রাক্কালে উত্তরপ্রদেশের রামমন্দির লাগোয়া এলাকায বাঁদরদের নিয়মিত খাবার জোগাতে ১ কোটি টাকা দিলেন বলিউডের চিত্রতারকা অক্ষয় কুমার। ওই টাকায় একাধিক ফিডিং ভ্যানে বাঁদরদের খাবার নিয়ে বিলি করা হবে। প্রতিটি ভ্যানের গায়ে অক্ষয়কুমারের বাবা-মায়ের নাম, শ্বশুর রাজেশ খান্নার নামও থাকবে।
প্রতিবেদক : এরশাদ মিয়াঁ