আমুদরিয়া নিউজ : বুধবার ভোরে নদীয়ার কল্যাণী রেল স্টেশনের পথে একটি সেতুর নিচের জঙ্গলে এক বধূকে গণধর্ষণ করা হয়েছে তাঁর স্বামীর সামনেই। এই অভিযোগ উঠতেই তোলপাড় পুলিশ-প্রশাসন মহলে। পুলিশ তদন্তে নেমে ৮ জনকে গ্রেফতার করেছে। পুলিশের কাছে যা অভিযোগ রয়েছে, সেই অনুযায়ী, ওই দম্পতি ভোরে কোনও কাজে যাচ্ছিলেন রেললাইন ধরে। একটি নির্জন এলাকায় দুষ্কৃতীরা তাঁদের রাস্তা আটকায়। স্বামীকে মারধর করে কয়েকজন আটকে রাখে। বাকিরা পালা করে ধর্ষণ করেছে বলে অভিযোগ। দুজনে থানায় গিয়ে অভিযোগ জানালে পুলিশ আসরে নামে।