আমুদরিয়া নিউজঃ বাজির নতুন নতুন কালেকশন, আর তা দেখেই খুশি হচ্ছে ছোটোরা। সাধারণ তুবড়ি, চড়কি, তারাবাতি এসব তো পুরোনো। এবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে বাজি মেলায় আকর্ষনীয় কিছু বাজি পাওয়া যাচ্ছে।
হেলিকপ্টার বাজি। দাম ২৪০ টাকা প্যাকেট। ট্যাঙ্ক বাজি পাওয়া যাচ্ছে ২২০ টাকা প্রতি প্যাকেট। ময়ূরপঙ্খী বাজি। এর দাম ২৫০ টাকা। রয়েছে বিষ্ণু চরকা। দাম ১৪০ টাকা। প্রজাপতি বাজি। এর দাম ২৫০ টাকা প্রতি প্যাকেট। আর এই সব নতুন কালেকশন দেখে ছোটোরা ভীষণ খুশি। এই বাজি কিনতে তাদের উৎসাহ দেখা যাচ্ছে। কিছু বাজি নিয়ে বড়ো দের মনেও কৌতূহলের শেষ নেই।