আমুদরিয়া নিউজ : সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৯ তম জন্মবার্ষিকীতে গুজরাতের স্ট্যাচু অফ ইউনিটিতে আবারও এক দেশ, এক ভোট, এক আইনের পক্ষে ফের সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাষ্ট্রীয় একতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, ওয়ান নেশন-ওয়ান ইলেকশন দ্রুত বাস্তবায়িত হতে পারে। তাঁর সরকার এখন ওয়ান নেশন ওয়ান ইলেকশন এর দিকে দেশকে নিয়ে য়াওয়ার কাজ করছেন বলে তিনি জানান।
তাঁর মতে, এটা লাগু হলে ভারতের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। সারা দেশে একই আইন প্রয়োগ হওয়াও জরুরি বলে তিনি মনে করেন।