আমুদরিয়া নিউজ : দীপাবলি ও কালীপুজো উপলক্ষ্যে আলোতে সেজে উঠেছে কোচবিহার শহর। ব্যাতিক্রম নয় কোচবিহারের মদনমোহন মন্দির। আলোকময় গোটা মন্দির। দীপান্বিতা অমাবস্যায় নিয়ম রীতি মেনে ঘটা করে হল মায়ের পুজো। মূল মন্দিরে থাকা মা তারার পাশাপাশি কাঠামিয়া মন্দিরে কালী মায়ের পুজো হয়। রাত্রি সাড়ে ৮ টা নাগাদ দুই মন্দিরে পুজো শুরু হয়। কাঠামিয়া মন্দিরে বিশাল মায়ের মূর্তি তৈরি করা হয়েছে। বিভিন্ন বাদ্য সহকারে ঘটা করে এদিন মায়ের পুজো চলে। পুজো দিতে ও দেখতে এদিন রাতে অনেক ভক্ত মদনমোহন মন্দিরে উপস্থিত ছিলেন।