আমুদরিয়া নিউজ : মাত্র ৩ বছর ৮ মাস বয়সে বিশ্বরেকর্ড রাজ্যের খুদে দাবাড়ুর। কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে ফিডে রেটিং পেল উত্তর ২৪ পরগনার বাসিন্দা অনীশ সরকার। তেজস তিওয়ারির রেকর্ড ভেঙ্গে দিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছে গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার এই ছাত্র। গত মাসে রাজ্য স্তরের অনূর্ধ্ব ৯ বিভাগে প্রথম ম্যাচে হেরে গিয়েও পরপর দুই ম্যাচে ফিডে রেটিংপ্রাপ্ত দাবাড়ুকে চেকমেট করে প্রথম সারিতে খুদে দাবাড়ু।