আমুদরিয়া নিউজঃ কোচবিহারের সাগর দিঘিতে ছট পুজো করা নিয়ে জট কাটল না। সোমবার দফায় দফায় কোচবিহার সাগর দিঘি চত্বর ও মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখান ছট ব্রতীরা। সাগর দিঘীতে পুজো করা যাবে কিনা তা নিয়ে মহকুমা শাসকের অফিসে এদিন একটি বৈঠক করা হয়। সেখানে মহকুমা প্রশাসনের আধিকারিক ও সাগর দিঘি ছট পুজো কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে জানা গিয়েছে, এদিনের বৈঠকে স্থায়ী কোন সমাধান হয়নি। প্রশাসনের পক্ষ থেকে সাগর দিঘিতে পুজো করার অনুমতি দেওয়া হয়নি।
আর এদিকে ছট ব্রতীরা সেখানেই পুজো করতে অনড়। প্রশাসন বিকল্প জায়গার কথা বললেও তারা তাতে রাজী নয়। পুজোর দিন ছট ব্রতীরা তাদের পুজোর ডালা নিয়ে সাগর দিঘি ঘাটেই আসবে বলে সাফ জানিয়েছে। মহকুমা প্রশাসক কুনাল ব্যানার্জী বলেন, সাগর দিঘিতে পুজো করার অনুমতি নেই। আমরা তাদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করব। এখানে কত জন পুজো করতে পারছেন না, তাদের তালিকা জমা দিতে বলেছি। প্রশাসনের তরফে তাদের পুজোর জন্য জায়গার ব্যবস্থা করা হবে।