আমুদরিয়া নিউজঃ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কোচবিহার শহরে। থানা চৌপথী সংলগ্ন এনবিএসটিসি-র গ্যারেজে থাকা একাধিক বাসে আচমকাই আগুন লেগে যায়। আতঙ্কিত হয়ে ওঠেন গ্যারেজের শ্রমিক কর্মচারীরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল অফিসে। খবর পেয়ে তখনই ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছয়। তার পর আরও একটি ইঞ্জিন আসে। দমকলকর্মীদের তৎপরতায় অল্প সময়েই আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উত্তরবঙ্গ পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।
তিনি জানান, খবর পেয়েই ছুটে এসেছি। দমকলকর্মীদের তৎপরতায় তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে এসেছে। একটি বাস আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। কি কারণে আগুন লাগল, তা ক্ষতিয়ে দেখা হবে।