আমুদরিয়া নিউজ : উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা আইন সম্পূর্ণ বৈধ এবং সাংবিধানিক। মঙ্গলবার সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে। ফলে, উত্তরপ্রদেশে মাদ্রাসা চালু থাকায় কোনও সমস্যা নেই। কিছুদিন আগে ইলাহাবাদ হাইকোর্ট এক রায়ে উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা আইন অসাংবিধানিক বলে বাতিল করে দেয়। তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ রায় দেয়, সর্বোচ্চ আদালত মাদ্রাসা শিক্ষা আইন বৈধ বলে মনে করে। এবং ওই আইন সাংবিধানিক।
সুপ্রিম কোর্ট রায়ে এটাও উল্লেখ করেছে, মাদ্রাসা আইনে কিছু ধর্মীবিষয়ক প্রশিক্ষণ রয়েছে বলে তা অসাংবিধানিক হতে পারে না। যদিও মাদ্রাসা আইনের আওতায় ফাজ়িল এবং কামিল ডিগ্রি দেওয়া অসাংবিধানিক বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, মাদ্রাসাগুলির শিক্ষার মান নিয়ন্ত্রণে রাজ্য পদক্ষেপ নিতে পারে।