আমুদরিয়া নিউজ : কোচবিহার সাগরদিঘিতে এবছর ছট পুজোর অনুমতি দেয়নি প্রশাসন। তা নিয়ে কয়েক দিন ক্ষোভ-বিক্ষোভ, আলোচনা চলছে। বৈরাগী দিঘিতেও ছট পুজো বন্ধ। এই আবহে এবার কোচবিহারের হেরিটেজ দিঘি গুলি রক্ষার দাবি উঠল। মঙ্গলবার বিকেলে ইতিহাস ও ঐতিহ্য রক্ষা কমিটির তরফে এই বিষয়ে কোচবিহার সদর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। এদিন ওই সংগঠনের তরফে নির্দিষ্ট কোন দিঘির নাম না করে কোচবিহারের সমস্ত হেরিটেজ দিঘি গুলিকে রক্ষা করার দাবি জানানো হয়। সংঠনের অন্যতম সদস্য ঋষিকল্প পাল বলেন, কোচবিহারের হেরিটেজ দিঘি গুলি রক্ষা করার বিষয়ে আমরা দাবি জানিয়েছি। দিঘিগুলির পরিষ্কার পরিচ্ছন্নতা ও তার জলের বিশুদ্ধতা বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোচবিহারের মানুষেরও এই বিষয়ে সচেতন হতে হবে বলে তিনি মনে করেন।