আমুদরিয়া নিউজ: সলমন, শাহরুখের পর এবার বিক্রান্ত মেসিকে প্রাণনাশের হুমকি! মুক্তির অপেক্ষায় তাঁর নতুন ছবি দ্য সবরমতী রিপোর্ট। ছবিতে বিক্রান্ত অভিনয় করছেন এক সাংবাদিকের চরিত্রে। জানা গেছে এই ছবির থিম গোধরা কাণ্ড নিয়ে।
খুব স্বাভাবিক ভাবেই এই ছবি যে বিতর্কের মুখে পড়বে, তা আন্দাজ করেছিল টিম। তবে এক সাক্ষাৎকারে প্রাণনাশের হুমকির ব্যাপারে বিক্রান্ত জানিয়েছেন এমনটা ঘটবে স্বপ্নেও কল্পনা করেননি।