আমুদরিয়া নিউজ : আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের আর্জি জানালেও রাশিয়া ও ইউক্রেন কেউ কাউকে এক ইঞ্চি জমি যেন ছাড়তে রাজি হচ্ছে না। অন্তত, রবিবার রাত থেকে ভোরের মধ্যে দু-দেশের ভয়াবহ আকাশ যুদ্ধ সে কথাই বলছে। ওই রাতে দু-দেশের আকাশে রেকর্ড সংখ্যক ড্রোন ছোঁড়াছুঁড়ি চলেছে। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, রাশিয়ার পক্ষ থেকে অন্তত ১৫০টি ড্রোন ছোঁড়া হয়েছে ইউক্রেনের রাজধানী সহ অন্যান্য শহরে। উল্টোদিকে, ইউক্রেনও অন্তত ৫০টি ড্রোন দিয়ে হামলা করেছে মস্কো লাগোয়া এলাকার আকাশে। তাতে মস্কোর চারচটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করতে দিতে হয়। অন্তত ৫০টি বিমান চলাচলে বিঘ্ন ঘটে।
মস্কোর পক্ষে দাবি করা হয়েছে, ইউক্রেনের বেশির ভাগ ড্রোন আকাশেই নিষ্ক্রিয় করা হয়েছে। পক্ষান্তরে, ইউক্রেন দাবি করেছে, প্রায় ৭০টি ড্রোনকে লক্ষ্যভ্রষ্ট করেছে তারা। দু-তরফের ড্রোন হানায় কতজন সাধারণ নাগরিক জখম হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে কয়েকজন মহিলা জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।