আমুদরিয়া নিউজঃ দুর্গাপূজা,কালীপূজা, দীপাবলি চলে গিয়ে এবার রাসমেলার পালা। রাসমেলা শুরু হতে দু’দিন বাকি। মেলা শুরুর দিন যত এগিয়ে আসছে কোচবিহারের মানুষের মনে উৎসাহের পারদ ততই চড়ছে। দ্রুত গতিতে কাজ চলছে কোচবিহারের রাসমেলা ময়দানে। সারি সারি দোকানপাট বসতে শুরু করেছে। নাগরদোলা সহ নানা ধরণের জয় রাইড প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। রাসমেলা মাঠ সংলগ্ন এমজেএন স্টেডিয়ামের চিত্রটা একই। সেখানে পুরসভার সাংস্কৃতিক মঞ্চ ছাড়াও সরকারি দফতরের বিভিন্ন স্টল তৈরির কাজ চলছে দ্রুততার সঙ্গে।
অন্যান্য বারের তুলনায় এবারের ছবিটা অনেকটা আলাদা। ইতিমধ্যে অনেক দোকান তৈরির কাজ শেষ। আর কিছু দোকান তৈরি হচ্ছে। মজাদার বিভিন্ন রাইডগুলির স্থাপনের কাজ শেষের পথে। রাসমেলা শুরুর দিন থেকেই নাগরদোলা সহ বিভিন্ন জয় রাইডের মজা নিতে পারবেন সাধারণ মানুষ। খাওয়া দাওয়া, কেনাকাটার আনন্দ নিতেও পারবেন।