আমুদরিয়া নিউজ : শীতের মরশুমে পর্যটকদের জন্য সুখবর। দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে নিউ জলপাইগুড়ি- দার্জিলিং টয়ট্রেন পরিষেবা। রবিবার থেকে এই রুটে চলবে টয়ট্রেন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে এই খবর জানা গিয়েছে। এই খবরে খুশির হাওয়া পর্যটকদের মধ্যে। সামনে বড়দিন। শীতের পারদ নামতে শুরু করেছে। দার্জিলিং পাহাড়ে বেড়াতে আসতে শুরু করেছে পর্যটকরা। ফের টয়ট্রেনে চড়ে পাহাড়ের বুক চিরে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে দার্জিলিং যাওয়া আনন্দ উপভোগ করতে পাবেন ভ্রমন পিপাসুরা। ধসের কারণে ট্রেন লাইন ক্ষতি হওয়ায় অনেক দিন ধরে এই পরিষেবা বন্ধ হয়ে ছিল। আবার সব ঠিকঠাক করে পরিষেবা চালু করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এই পথে ট্রায়াল রান হয়ে গেছে। আজ থেকে ফের চাকা গড়াবে টয়ট্রেনের। আর টয়ট্রেনে যাত্রা করে পাহাড়ি পথে আনন্দ উপভোগে মজবে পর্যটকরা।