আমুদরিয়া নিউজ : ফের একটি কচ্ছপের দেহ ভেসে উঠতে দেখা গেল কোচবিহারের সাগরদিঘিতে। কিছুদিন আগেও একটি কচ্ছপের দেহ ভেসে উঠতে দেখা যায়। একের পর এক কচ্ছপের মৃত্যু নিয়ে উদ্বেগে শহরের পরিবেশ প্রেমীরা। এদিন ওই কচ্ছপের দেহ ভেসে উঠতে দেখে খবর দেওয়া হয় বন দফতরকে।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে মৃত কচ্ছপটি পূর্ণ বয়স্ক নয়, ৪-৫ বছর বয়স হতে পারে। দিঘির জলে কোনো কিছুতে জড়িয়ে গিয়ে কিংবা জল দূষণের ফলে তার মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে যেই কারণেই হোক ঐতিহ্যবাহী সাগরদিঘিতে এই ভাবে কচ্ছপের মৃত্যু ঘটতে থাকলে সেখানকার বাস্তুতন্ত্রে এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
আর এই বিষয়ে উদ্বিগ্ন বিভিন্ন মহল।