আমুদরিয়া নিউজ : ইনট্রো মানে নিজের পরিচয় দেওয়ার জন্য ডেকে টানা ৩ ঘম্টা দাঁড় করিয়ে রাখায় মাথা ঘুরে পড়ে মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের এক ছাত্রের মৃত্যু হয়েছে। গত শনিবার গুজরাতের পাটন জেলার ধরপুরে জিএমইআরএস মেডিকেল কলেজের ঘটনা। মৃত ছাত্রের নাম অনিল নটবরভাই মেথানিয়া (১৮)। তিনি গুজরাতেরই বাসিন্দা।
অনিলের পরিবারের পক্ষে অভিযোগ করা হয়েছে, সিনিয়রদের একাংশের অত্যাচেরে জেরেই মৃত্যু হয়েছে। এলাকার পুলিশ তদন্ত শুরু করেছে. কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, অত্যাচারের অভিযোগ প্রমাণিত হলে সকলকে কঠোর সাজা দেওয়া হবে।