আমুদরিয়া নিউজ : বর্তমানে মেডিকেল আইনে য়ে নিযম সেই অনুসারে, টেস্ট টিউব বেবি নিতে হলে স্বামীর বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে। স্ত্রীর ৫০ বছর। কিন্তু, ৫৮ বছরের স্বামী ও তাঁর স্ত্রীর টেস্ট টিউব বেবি চাইলেও মেডিকেল আইন বাধা হচ্ছিল। দুজনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ৫৮ বছরের নি:সন্তান দম্পতিকে টেস্ট টিউব বেবি নেওয়ার অনুমতি দিয়েছেন। বিচারপতি নির্দেশে জানান, রাজ্যের স্বাস্থ্য দফতর দম্পতিকে প্রয়োজনীয় সহযোগিতা করবে।