আমুদরিয়া নিউজ : সকাল ৮টায় ভোটগণনা শুরু হয়েছে। বেলা গড়াতেই ভোটের ফল স্পষ্ট হতে শুরু করে। তাতে দেখা যাচ্ছে, মহারাষ্ট্রে মোট ২৮৮ টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠের বেশিতে এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন জোট। অনেকটা পিছিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। মোটামুটিভাবে মহারাষ্ট্রে পের বিধানসভা দখল করতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন জোট।
ঝাড়খণ্ডে গোড়ায় বিজেপি এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ফের সরকার গড়তে চলেছেন জেএমএমের হেমন্ত সোরেন ও ইন্ডিয়া জোটের শরিকরা। সেখানে ৮৮টি আসনের মধ্যে ৪১টিতে এগিয়ে রয়েছে জেএমএম ও ইন্ডিয়া জোট। আভাস মিলছে হেমন্ত সোরেনেই পের সরকার গড়তে চলেছেন ঝাড়খণ্ডে।