আমুদরিয়া নিউজ : বিজেপিকে সমর্থনকারী মুসলিমদের সামাজিক বয়কটের ফতোয়া দেওয়ার অভিযোগে এক মুসলিম ধর্মগুরুর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি জামাল সিদ্দিকি তুঘলক পুলিশ স্টেশনে ওই অভিযোগ দায়ের করেছেন।
জামাল সিদ্দিকির অভিযোগ, মহারাষ্ট্রের ভোটের প্রাক্কালে মৌলানা সাজ্জাদ নোমানি ফতোয়া দেন, মুসলিমদের মধ্যে যাঁরা বিজেপিকে সমর্থনকারী তাঁদের সামাজিকভাবে মুসলিম সমাজকে বয়কট করতে হবে। বিজেপির সংখ্যালঘু সেলের সভাপতির অবিযোগ, ওই ফতোয়া দেওয়ার পরে তিনি নানা জায়গায় গিয়ে অপমানিত হচ্ছে। অনেকে তাঁর সঙ্গে কথা বলছেন না। এমনকী, তাঁকে প্রাণে মারার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তিনি অভিযোগের সঙ্গে একটি ভিডিও ক্লিপ জমা দিয়েছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।