আমুদরিয়া নিউজ : কাশ্মীরের চারজন শ্রমিককে জেরার নাম করে সেনা শিবিরে নিয়ে অত্যাচারের অভিযোগ উঠেছে। চারজনই হাসপাতালে ভর্তি রয়েছেন। বিষয়টি নিয়ে একটি সংবাদ মাধ্যমে পরিবারের লোকজন সরব হয়েছেন। এর পরেই জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওণর আবদুল্লা সেনাবাহিনীর কর্তাদের কাছে নিরপেক্ষ তদন্তের অনুরোধ করেছেন। মুখ্যমন্ত্রীর আর্জি জানার পরে সেনাবাহিনীর পক্ষ থেকে এক্স এ একটি পোস্ট দিয়ে তদন্ত শুরুর কথা জানানো হয়েছে।
চার শ্রমিকের পরিবারের অভিযোগ, জেরার নাম করে চারজনকে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের এমন মারধর করা হয় যে হাঁটতে পারছিলেন না। এমনকী পায়ুতে শক্ত কিছু ঢোকানোর অভিযোগও রয়েছে। কদিন আগে একজন সেনা অফিসারকে জঙ্গিরা হত্যা করেছে। জখম হয়েছেন তিনজন সেনা অফিসার। তার পরেই তদন্তে নেমে ওই চারজনকে সেনা শিবিরে ডাকা হয়েছিল বলে তাঁদের পরিবারের লোকজন দাবি করেছেন।