আমুদরিয়া নিউজ : রক্ষণশীলদের হারিয়ে উরুগুয়ের নতুন প্রেসিডেন্ট হলেন বামপন্থী রাজনীতিবিদ ইয়ামান্দু ওরসি। রবিবার সে দেশে দ্বিতীয় দফার ভোট গ্রহণের পরে প্রেসিডেন্ট নির্বাচনের ফল জানানো হয়। এবারের ভোটে ইয়ামান্দু ওরসি ও আলভারো দেলগাদোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ অবধি দেলগাদো হেরে যান। তবে হারার পরে তিনি ইয়ামান্দু ওরসিকে শুভেচ্ছা জানান।
উরুগুয়ের প্রেসিডেন্ট ভোটে ব্রড অ্যালায়েন্সের প্রার্থী ছিলেন ইয়ামান্দু ওরসি। আর তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ন্যাশনাল পার্টির আলভারো দেলগাদো। তিনি বিদায়ী প্রেসিডেন্ট লুইস লেকাইয়ে পাউর নেতৃত্বাধীন উদার ডানপন্থী রিপাবলিকান জোটের সদস্য। ৫ বছর ক্ষমতাসীন রক্ষণশীলরা এবার হেরে যাবেন তা অনেকেই ভাবেননি।