আমুদরিয়া নিউজঃ চুরি-ছিনতাইয়ের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে আলিপুরদুয়ারে। আর এই নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। সোমবার রাতে ফের চুরির ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারের জংশন এলাকায়। কয়েক দিন আগে জংশন এলাকার অফিসারস কলোনিতে এক মহিলার হাত থেকে পার্স ছিনতাই হয়। তার একদিন পর জংশন ডিআরএম চৌপথীর একটি দোকানের দেয়াল ভেঙে মোবাইলের সরঞ্জাম চুরির ঘটনা ঘটে। তার রেশ কাটতে না কাটতে ফের চুরির ঘটনা জংশন সংলগ্ন পশ্চিম জিৎপুর এলাকায়। এবার বাড়ি থেকে নতুন টোটো চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এই বিষয়ে ওই বাড়ির মহিলা সবিতা নট্ট জানান, রাতে চার্জে বসিয়ে ছিলেন টোটো। লক করা ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখেন টোটো গায়েব। স্বামী অনেকদিন থেকে অসুস্থ। তিনি নিজে মানুষের বাড়িতে কাজ করেন। ছেলের পুরোনো টোটো চালাতে অসুবিধা হচ্ছিল বলে কিস্তিতে সদ্য নতুন টোটো কিনে দিয়েছেন। অর্থ উপার্জনের এটাই ছিল সম্বল। সেই টোটো চুরি হওয়ায় তিনি দিশেহারা। সামনের মাসেই প্রথম কিস্তি দিতে হবে। কি করবেন বুঝে উঠতে পারছেন না। ঘটনার খবর পেয়ে সেখানে আসে জংশন থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছেন তারা। এদিকে একের পর এক চুরি ছিনতাইয়ের ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে জংশন এলাকার মানুষের মধ্য।
তাদের অনেকের অভিযোগ, জংশন এলাকায় ইদানিং নেশার প্রতি ঝোঁক বেড়ে গিয়েছে। অল্পবয়সী যুবকেরা অধিক পরিমাণে ড্রাগ, গাজা, মদে আসক্ত হয়ে পড়েছে। তারই এই সব অসামাজিক কাজ করে বেড়াচ্ছে। পুলিশ যাতে এই সব আটকাতে কঠোর হয় সেই দাবি জানিয়েছে। একই সাথে এই সব চুরি-ছিনতাইয়ের ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি করা হয়েছে।