আমুদরিয়া নিউজ : ইন্ডিয়া জোট আগেই আভাস দিয়েছিল যে আদানি ইস্যুতে তোলপাড় করা হবে সংসদ। তার জেরে বুধবার স্থগিত হয়ে গেল সংসদের দুই কক্ষের কাজ। বিরোধী সদস্য-সদস্যারা দিনের শুরু থেকেই আদানি ইস্যুতে হইচই বাঁধান। ফলে, লোকসভা প্রথমে দুপুর ১২ টা পর্যন্ত মুলতুবি হয়। পরে তা সারাদিনের মত মুলতুবি হয়।
সংসদে আদানি ইস্যুতে কংগ্রেস এবং অন্য দলের সমর্থকরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। সবেচেয়ে সরব ছিলেন সমাজবাদী পার্টির সদস্যরা। একই দৃশ্য দেখা রাজ্যসভাতেও। সেখানেও আদানি ইস্যুতে তুমুল হট্টগোল হয়। ফলে, রাজ্যসভার কাজ সারাদিনের মত মুলতুবি হয়।