আমুদরিয়া নিউজ : অবৈধ কন্যাসন্তানকে ৩ বছর ধরে খাটের নিচের একটি ড্রয়ারে রেখেই বড় করছিলেন মা। একদিন কান্নার আওয়াজ পেয়ে মহিলার লিভ ইন পার্টনারের সন্দেহ হয়। তিনি পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে তদন্তে নেমে মহিলার বাড়ির একটি ঘর থেকে খাটের নিচে ড্রয়ারে শিশুটির খোঁজ পায়। পুলিশ শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়। শিশুটির শরীরের চর্মরোগ হয়েছে। রক্তশূন্যতায় ভুগছে।
এর পরে মহিলাকে পুলিশ গ্রেফতার করে জেলে পাঠায়। আদালতে মহিলাটি দোষী সাব্যস্ত হন। তাকে ৩ বছরের জেলে থাকার সাজা দেয় আদালত। উত্তর পশ্চিম ইংল্যান্ডের চেষ্টার ক্রাউন এলাকার ঘটনা।