আমুদরিয়া নিউজঃ প্রকাশিত হল রাজবংশী ভাষায় লেখা বই ভোগা। সেই সঙ্গে রাজবংশী ভাষার লেখক দীনেশ রায়কে সম্মান জানানো হল কোচবিহারে। গত ২৮ অক্টোবর ছিল ঐতিহাসিক রাজবংশী ভাষা দিবস। কিন্তু সেই সময় কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন উপলক্ষে বিধি নিষেধ থাকায় দিনটি পালন করা যায় নি। তার একমাস পর বুধবার কোচবিহার শহরের উৎসব অডিটোরিয়ামে রাজবংশী ভাষা দিবস উদযাপন করা হল। রাজবংশী নৃত্য, গীত, কবিতার মাধ্যমে দিনটি মহা সমারোহে পালিত হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মন, জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, গিরীন্দ্রনাথ বর্মন সহ আরও অনেকে। সকলের উপস্থিতিতে রাজবংশী ভাষায় লেখা ভোগা নামে একটি বই উন্মোচন করা হয় । জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির নিবাসী লেখক দীনেশ রায়কে রাজবংশী ভাষা সম্মানে ভূষিত করা হয়।
তার হাতে এদিন কিছু সাম্মানিক তুলে দেওয়া হয়। উল্লেখ্য ২০১০ সালের ২৮ অক্টোবর রাজবংশী ভাষার লেখক গিরিজা শঙ্কর রায় বাংলা সাহিত্য অকাদেমি পুরস্কার অর্জন করেন। তারপর থেকে ওই দিনটিকে ভাষা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয় রাজবংশী ভাষা অ্যাকাডেমি। এই দিনটিতে রাজবংশী ভাষার লেখকদের সম্মাননা জানানোরও সিদ্ধান্ত নেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে বংশীবদন বর্মন রাজবংশী ভাষার উপযোগিতা, চর্চা ও পঠনপাঠনের বিষয়ে আলোকপাত করেন।