আমুদরিয়া নিউজঃ ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম নারায়ণ দাস (৩০) । এদিন ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙ্গা শহরের ছাট খাটের বাড়ি রেল ব্রিজ এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এদিন পদাতিক এক্সপ্রেস ট্রেন মাথাভাঙ্গা থেকে কোচবিহারের দিকে যাবার সময় সেই রেল ব্রিজ এলাকা পার করার পর ওই ব্যক্তির দেহ দেখা যায়। ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।
মৃত ব্যক্তি ধূপকাঠি কারখানায় কাজ করতেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ। পাশাপাশি মাথাভাঙ্গা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।