আমুদরিয়া নিউজঃ মদ খাওয়া চলবে না। মদ বিক্রি করা যাবেনা। গ্রামকে নেশামুক্ত করতে অভিযানে নামলেন মহিলারা। রবিবার কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বক্সিরহাটের শাল বাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতে চোলাই মদ বিক্রির বিরুদ্ধে আন্দোলনে নেমে মিছিল করেন মহিলারা। গত ১৯ নভেম্বর বক্সিরহাট থানার বারোকোদালি গ্রামে চোলাই মদ খেয়ে এক শ্রমিকের মৃত্যু হয় বলে অভিযোগ। আরেক জন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে অভিযোগ। এরপর চোলাই মদের বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ ও আবগারি দফতর।
গ্রামের মহিলাদের অভিযোগ, পুলিশের অভিযান শেষ হতেই গ্রামে দেদার মদ বিক্রি শুরু করেছেন অনেকে। তারই প্রতিবাদে রবিবার দিন প্ল্যাকার্ড হাতে মিছিল করে মহিলারা। এলাকার মানুষকে সচেতন করতে এদিনের মিছিল থেকে মদ বিক্রির বিরুদ্ধে সোচ্চার হন গ্রামের মহিলারা। তাদের সঙ্গে এদিন অনেক পুরুষও পা মেলান। বিভিন্ন বাড়িতে গিয়ে এমন কি চোলাই মদের ঠেকে গিয়েও অভিযান চালানো হবে বলে বক্সিরহাট থানার পুলিশ জানিয়েছে।