আমুদরিয়া নিউজ : মণিপুরে সোমবার মায়াং ইম্ফল বেঙ্গুন এলাকায় একটি বেকারিতে অভিযান চালিয়ে সেখানে কর্মরত ২৯ জনকে অনুপ্রবেশের অভিয়োগে গ্রেফতার করা হয়েছে। তারা সকলেই সন্দেহভাজন বাংলাদেশি। মণিপুরের মুখ্যমন্ত্রী জানান, ধৃতদের কাছ থেকে অসামের আধার কার্ড উদ্ধার করা হয়েছে। তাদের অসাম প্রশাসনের হাতে তুলে দেওয়া হতে পারে।