আমুদরিয়া নিউজ : লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সদস্য প্রিয়াঙ্কা গান্ধী বডরাকে উত্তরপ্রদেশের সম্ভলে ঢুকতে দিল না সে রাজ্যের পুলিশ। বুধবার সকালে দিল্লি-উত্তরপ্রদেশের গাজিপুর সীমান্তে তাঁদের গাড়ি আটকে দেয় পুলিশ। পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এমন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্ভলে একটি মসজিদে সমীক্ষা করা নিয়ে সংঘর্ষ ও পুলিশের গুলিতে গত ২৪ নভেম্বর ৫ জন মারা যান। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। তার পর থেকেই সেখানে বাইরের কোনো রাজনৈতিক নেতাকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
এদিন রাহুল–প্রিয়াঙ্কার গাড়ির মিছিল পুলিশ আটকে দিলে দিল্লি–মিরাট এক্সপ্রেসওয়ে তীব্র যানজট হয়। ওই রাজ্যের সীমান্তে ৪-৫ ঘণ্টা অপেক্ষার পর কংগ্রেস নেতারা দিল্লি ফিরে যান।