আমুদরিয়া নিউজঃ ঘন কুয়াশায় চারিদিক আচ্ছন্ন। কোচবিহার শহর থেকে শুরু করে গ্রামীণ এলাকায় ক্রমশ বাড়ছে কুয়াশার দাপট। সঙ্গে জাকিয়ে পড়ছে শীত। মাঝে মধ্যে শিরশিরে ঠান্ডা বাতাস বইছে। গতকাল সারাদিন মেঘলা থাকলেও শনিবার সাড়ে ৯ টার পর সূর্যের দেখা মেলে। তবে প্রখরতা ছিল কম। আলতো রোদে শীতের আমেজ বেশ উপভোগ করছেন কোচবিহারের মানুষ। সকালে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় গাড়ি মোটর চলাচলে সমস্যা হয়।
হেড লাইট জ্বালিয়ে গাড়িঘোড়া চলাচল হচ্ছিল। বেলা বাড়লে শহরাঞ্চলে কুয়াশা কমতে থাকে। শীতের পারদ কমতে থাকায় সকালের দিকে রাস্তাঘাটে লোকজন কম দেখা যায়। ডিসেম্বরের এক সপ্তাহ হতে চলল, এখন থেকে শীতের প্রকোপ বাড়তে থাকবে তা বলা বাহুল্য।