আমুদরিয়া নিউজ : মাত্র আড়াই দিনেই অ্যাডিলেড টেস্টে হেরে গেল ভারতীয দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তিন নম্বরে নেমে গেল ভারতীয় ক্রিকেট দল। পার্থ টেস্টে জিতে ডব্লুটিসি পয়েন্ট তালিকায় ভারত ছিল শীর্ষ স্থানে। এখন হারের ফলে নেমে গেল তৃতীয় স্থানে। ডব্লুটিসি ফাইনালে খেলা কঠিন হয়ে পড়ল বলে হিসেব বলছে।
