আমুদরিয়া নিউজ : সশস্ত্র সীমা বল সংক্ষেপে এস এস বি-র রাণীডাঙা ফ্রন্টিয়ারের সদর দফতরের ৬১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিলিগুড়িতে রাণীডাঙায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সূত্র অনুসারে, আগামী ২০ ডিসেম্বর বাংলাদেশ সীমান্তের শিলিগুড়ির রানিডাঙ্গায় আসার কথা তাঁর।
বুধবার শিলিগুড়ির রানিডাঙায় এসএসবি শিলিগুড়ি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের আইজি সুধীর কুমার সাংবাদিকদের জানান, রানিডাঙা এসএসবির প্রতিষ্ঠা দিবসের প্যারেডে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওই অনুষ্ঠানে স্থানীয় নানা জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতি বিষয়ক প্রদর্শনী হবে।