আমুদরিয়া নিউজ : দুদিন আগে বধূ নির্যাতন মামলায় অভিযুক্ত একজন আইটি কর্মী বেঙ্গালুরুতে আত্মহত্যা করেছেন। তিনি ৪৪ পাতার সুইসাইড নোট লিখে গিয়েছেন। সঙ্গে ভিডিও বার্তা। তাতে তিনি তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে হুমকি ও তোলাবাজির অভিযোগ করে গিয়েছেন। তাঁর স্ত্রী অস্বীকার করেছেন।
কিন্তু, সর্বোচ্চ আদালত ওই সংক্রান্ত মামলায় শুনানির পরে জানিয়ে দিয়েছে, শ্বশুরবাড়িতে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করাই লক্ষ্য ছিল ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ (এ) ধারার। তবে অনেক ক্ষেত্রে এর অপব্যবহার করা হচ্ছে। তাই দাম্পত্য কলহ সংক্রান্ত মামলার রায় ঘোষণার ক্ষেত্রে আদালতগুলিকে আরও সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। যথেষ্ট তথ্যপ্রমাণ না থাকলে বধূ নির্যাতন মামলায় সঙ্গে সঙ্গেই সকলের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যাবে না। অবশ্য বর্তমানে বধূ নির্যাতন আইন মানে ৪৯৮এ তুলে দিয়ে ভারতীয় ন্যায় সংহিতায় নতুন ধারা যুক্ত করা হয়েছে।