আমুদরিয়া নিউজঃ সকাল থেকেই এলাকায় আক্রমণ শুরু করেছে বন্য শূকর। দুই-একজন ব্যক্তির পাশাপাশি বুনো শূকরের আক্রমণে আহত হয়েছে কিছু গবাদি পশু। এর ফলে আতঙ্কে রয়েছেন আলিপুরদুয়ার জেলার বক্সা বাঘ বনের অন্তর্গত পূর্ব রাজাভাত খাওয়া রেঞ্জের উত্তর ঢালকোর অঞ্চলের বাসিন্দারা
স্থানীয়দের থেকে জানা গিয়েছে, এদিন সকালে পাশের জঙ্গল থেকে একটি বুনো শূকর সেই এলাকায় চলে আসে। বুনো শূকরটি ওই এলাকায় কয়েকটি বাড়িতে ঢুকে হামলা চালায়। বুনো শূকরের হামলায় কয়েকজন অল্প বিস্তর আহত হয়েছে বলে জানা গিয়েছে। তার মধ্যে একজনের হাতে কামড় ও বুকে আঁচড় দিয়ে রক্তাক্ত করেছে বুনো শূকরটি। এছাড়া গৃহপালিত গরু ও শূকরের উপরও হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। সেই কারণে ক্ষতিপূরণের জন্য তারা বন বিভাগের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা রাজীব মোছারি জানান, সকাল থেকে শূকরটি এলাকায় আক্রমণ চালাচ্ছে। এলাকার কয়েকজন বাসিন্দা ও গবাদি পশু শূকরের আক্রমণে আহত হয়েছে। বন বিভাগের কর্মীরা এসে ঘুম পাড়ানি গুলি দিয়ে তাকে কাবু করার চেষ্টা করে। কিন্তু শূকরটি এই এলাকা থেকে পালিয়ে দক্ষিণ ঢালকোরের দিকে চলে যায়। এই নিয়ে তারা আতঙ্কে রয়েছেন। বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত পূর্ব রাজাভাত খাওয়া রেঞ্জের রেঞ্জার আসিফ মহম্মদ জানান, বন বিভাগের কর্মীরা শূকরটির উপর নজর রাখছে। সেটি খানিকটা আহত আছে। তার আক্রমণে একজন ব্যক্তি আহত হয়েছেন। দুই-একটি গবাদি পশু আহত হয়েছে। তারা চাইলে সরকারি নিয়মে তাদের আর্থিক সাহায্য করা হবে।